আলমডাঙ্গায় প্রেমিকার অনশনের পর বিয়ে সম্পন্ন
- আপলোড টাইম : ০৬:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ৮৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের হাকিমপুর গ্রামে প্রেমিক আকাশের (২৩) বাড়িতে গত বুধবার সকাল ৯টায় উপস্থিত হয়ে বিয়ের দাবিতে প্রেমিকা নিশিতা আক্তার মিম (১৯) অনশন শুরু করেছিনে। তবে প্রেমিকা নিশিতা আক্তারের উপস্থিতি বুঝতে পেরে প্রেমিক আকাশ বাড়ি থেকে পালিয়ে যান। বিষয়টি অল্প সময়ের মধ্যে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিষয়টি পারিবারিকভাবে সমাধান না হলে মিম আত্মহত্যার হুমকি দেয়। আকাশ হাকিমপুর গ্রামের রেজাল হোসেনের ছেলে। নিশিতা আক্তার মিম একই ইউনিয়নের নাবিন্নগর বাগান পাড়ার বাসিন্দা।
তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে আকাশের সাথে তার প্রেমের সম্পর্ক চলছে। কয়েকবার তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও পরে তা রক্ষা করেনি। অবশেষে ধৈর্য্যরে বাঁধ ভেঙে গেছে বলে তিনি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এদিকে, বেলা ৩টার দিকে এলাকাবাসী মধ্যস্থতায় প্রেমিক আকাশকে খুঁজে এনে পারিবারিক সম্মতিতে বিয়ে দেওয়া হয়।