চুয়াডাঙ্গার গোবরগাড়ায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা
- আপলোড টাইম : ০৬:০৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
- / ৭৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গোবরগাড়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে জিসান ব্রিক্সে হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- গোবরগাড়া সিলিন্দি পাড়ার কাদের মন্ডলের ছেলে মিনারুল, অপর পক্ষের বিল্লাল ও রানা।
এ ঘটনার পর বিকেলে নুরু ও সালামতের নেতৃত্বে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর করার অভিযোগ করেন শাহ আলম ও রফিকুল ইসলাম। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পরে হামলাকারী দুজনকে স্থানীয় খাড়াগোদা বাজারে আটক করে রাখলে দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন তাদের মধ্যে প্রাথমিক পর্যায়ে মধ্যস্থতা করে দেন।
এ বিষয়ে জিসান ব্রিক্সের মালিক বাচ্চু, তার ছেলে সেকেন্দারসহ কয়েকজনের নামে রাতেই অভিযোগ করবে বলে জানিয়েছেন গড়াইটুপি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।