ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
  • / ৬৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে সুবাস সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুবাস সরদার চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মিন্টু সরদারের ছেলে।

জামায় পিন্টু রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বয়স পঞ্চাশ পার হয়েছে। এ সময় অতিরিক্ত মদপানের পর অসুস্থবোধ করেন তিনি। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

একটি সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা বিজ্রের নিচ থেকে মদপান করেন সুবাস। অতিরিক্ত মদপান করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই রাতেই পরিবারের সদস্যরা তাকে ভর্তি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানের পর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে একজনের মৃত্যু

আপলোড টাইম : ০৫:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে সুবাস সরদার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সুবাস সরদার চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার মিন্টু সরদারের ছেলে।

জামায় পিন্টু রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বয়স পঞ্চাশ পার হয়েছে। এ সময় অতিরিক্ত মদপানের পর অসুস্থবোধ করেন তিনি। গত বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

একটি সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা বিজ্রের নিচ থেকে মদপান করেন সুবাস। অতিরিক্ত মদপান করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই রাতেই পরিবারের সদস্যরা তাকে ভর্তি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদপানের পর অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।