মুজিবনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- আপলোড টাইম : ০৪:৪২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
মুজিবনগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বল্লভপুর মুসলিমপাড়া বিএনপির আয়োজনে যুবক্লাব প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম জিলানী খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা বাবলা মল্লিক, উপজেলা কৃষক দলের নেতা রমজান আলী, বিএনপি নেতা রহিত মোড়ল, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজীর, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুস সবুর, জেলা যুবদলের সহসভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি, শফিকুল ইসলাম, তরুণ উদীয়মান যুবনেতা আরবাজ খাঁন। এসময় জুলাই-আগস্টে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়।