শহিদদের সম্মানে ফুলেল শুভেচ্ছা নিলেন না অ্যাটর্নি জেনারেল
- আপলোড টাইম : ০৪:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ৭৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের সম্মান করতে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনিগতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউসে পৌঁছালে শুভেচ্ছা স্বরূপ ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর ইচ্ছা ব্যক্ত করা হয়। সে সময় তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মহান শহিদ ও আহত ছাত্র-জনতার সম্মানে আমরা ফুলেল শুভেচ্ছা গ্রহণ করছি না।
এর আগে শুক্রবার দুপুর ১২টায় ঝিনাইদহ সার্কিট হাউজে পৌঁছান অ্যাটর্নি জেনারেল। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস দল। পরে তিনি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শৈলকুপার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করবেন। রাত ৯টার দিকে ঝিনাইদহ শহরের গীতাঞ্জলি সড়কের বারোয়ারী পূজা মন্দির পরিদর্শনের কথা রয়েছে।