ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা নাজিমের ইন্তেকাল, রাষ্ট্রীয় মার্যাদায় দাফন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৪:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ৪৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।  বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়ার নেতৃত্বে জেলা পুলিশের একটি দল। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদি ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন। এরই মধ্যে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক অর্থ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে নাজিম উদ্দীন স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, গতকাল জুম্মার নামাজের পর গার্ড অব অনার প্রদানের পর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকার্যে অংশ নেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, আব্দুল জব্বার, হেলাল উদ্দিন, ওয়াজেদ আলী, সমসের মল্লিক, ওহিমদ্দিন, ডা. লিয়াকত আলী, হামিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও প্রতিবেশীসহ মুসল্লিরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা নাজিমের ইন্তেকাল, রাষ্ট্রীয় মার্যাদায় দাফন

আপলোড টাইম : ০৪:২২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।  বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়ার নেতৃত্বে জেলা পুলিশের একটি দল। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদি ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন। এরই মধ্যে গতকাল সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক অর্থ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে নাজিম উদ্দীন স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, গতকাল জুম্মার নামাজের পর গার্ড অব অনার প্রদানের পর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকার্যে অংশ নেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, আব্দুল জব্বার, হেলাল উদ্দিন, ওয়াজেদ আলী, সমসের মল্লিক, ওহিমদ্দিন, ডা. লিয়াকত আলী, হামিদুল ইসলামসহ তার পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও প্রতিবেশীসহ মুসল্লিরা।