ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ

মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ১০টার পর উপজেলার আঠারখাদা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু হলো– উপজেলার বারাদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের নতুন মসজিদপাড়ার সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ (৮) ও একই গ্রামের হুমায়ুনের ছেলে হুজাইফা (১০)।

আঠারখাদা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর দুই শিশু পাশের একটি মন্দিরে পূজা দেখতে বের হয়েছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে দুই পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১০টার দিকে আঠারখাদা গ্রামের ব্রিজের পাশে স্যান্ডেল ও জামা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মাথাভাঙ্গা নদীতে নেমে খোঁজাখুঁজি করলে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এক শিশু পানিতে পড়ে গেলে অপর শিশু উদ্ধার করতে সেও পানিতে নামে। এতে দুজনই ডুবে মারা যায়। তবে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হবে বলে মনে করি।’

এদিকে খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে দুই পরিবার যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া বলেন, ‘আঠারখাদা গ্রামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ করা হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ

মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আপলোড টাইম : ০৪:২০:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর মাথাভাঙ্গা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার রাত সাড়ে ১০টার পর উপজেলার আঠারখাদা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু হলো– উপজেলার বারাদী ইউনিয়নের আঠারখাদা গ্রামের নতুন মসজিদপাড়ার সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ (৮) ও একই গ্রামের হুমায়ুনের ছেলে হুজাইফা (১০)।

আঠারখাদা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর দুই শিশু পাশের একটি মন্দিরে পূজা দেখতে বের হয়েছিল। সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকে দুই পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১০টার দিকে আঠারখাদা গ্রামের ব্রিজের পাশে স্যান্ডেল ও জামা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মাথাভাঙ্গা নদীতে নেমে খোঁজাখুঁজি করলে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এক শিশু পানিতে পড়ে গেলে অপর শিশু উদ্ধার করতে সেও পানিতে নামে। এতে দুজনই ডুবে মারা যায়। তবে পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হবে বলে মনে করি।’

এদিকে খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে দুই পরিবার যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া বলেন, ‘আঠারখাদা গ্রামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ করা হয়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’