আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য: থানায় অভিযোগ
নি:শর্ত ক্ষমা ও মুচলেকা দিয়ে পার পেলেন কার্পাসডাঙ্গার স্বপন- আপলোড টাইম : ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৬৪ বার পড়া হয়েছে
গত বুধবার কার্পাসডাঙ্গা মিশনপল্লীর প্রদ্যুৎ বিশ্বাসের ছেলে স্বপন বিশ্বাস ফেসবুকে আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেন। এই ঘটনার পরদিন দামুড়ুহুদা মডেল থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও আল্লামা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ করেন। দামুড়হুদার ছোটবলদিয়া গ্রামের মজিবার রহমানের ছেলে মাজলিসুল মুফাসসিরিন দর্শনা থানা সেক্রেটারি হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত। এর পরিপেক্ষিতে গতকাল বুধবার সকাল ১০ টায় স্থানীয় আলেম সমাজ ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে দামুড়হুদা মডেল থানায় নিজের ভুল স্বীকার করে সকলের সামনে নি:শর্ত ক্ষমাসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ডে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা দিয়ে বিষয়টি সমাধান করে পার পেয়েছেন স্বপন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার, উলামা বিভাগের দামুড়হুদা থানা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, মাওলানা আশরাফুল ইসলাম, অভিযুক্ত স্বপন বিশ্বাস, তার ভাই বকুল বিশ্বাস, মধু বিশ্বাস ও অভিযোগকারী বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দর্শনা থানা সেক্রেটারি হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাতসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।