আন্দুলবাড়ীয়ায় লোকমোর্চার উদ্যোগে পূজামণ্ডপ পরিদর্শন
- আপলোড টাইম : ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৭৭ বার পড়া হয়েছে
‘ধর্ম যার-যার দেশ সবার’ এই স্লোগানকে সামনে রেখে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার উদ্যোগে ইউনিয়নের নিশ্চিন্তপুর দুর্গা মন্দির, বাজদিয়া সর্দারপাড়া পূজামণ্ডপ ও কেডিকে ইউনিয়নের দেহাটি অন্নপূর্ণা পূজা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দুলবাড়ীয়া ও কেডিকে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ তারা পরিদর্শন করেন।
ইতিমধ্যে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার পক্ষ থেকে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর দুর্গা মন্দিরের সভাপতি বিজয় হালদার, বাজদিয়া সরদার পাড়া দুর্গা মন্দিরের সভাপতি জগদীশচন্দ্র বিশ্বাস ও কেডিকে ইউনিয়নের দেহাটি অন্নপূর্ণা মন্দিরের সভাপতি সন্তোষ শর্মাকে পৃথকভাবে ফুলের শুভেচ্ছা জানিয়ে এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন লোকমোর্চার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন সভাপতি এস এম সেকেন্দার আলী, সিনিয়র সহসভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, মীর খালিদুর রহমান খালিদ, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল হক রানা, বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার, রায়পুর ইউনিয়ন লোকমোর্চার সাজ্জাদ বিশ্বাস সভাপতি, সাধারণ সম্পাদক আনিছুর রহমান স্বপন, কেডিকে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি ও দলিল লেখক দাউদ হোসেন প্রমুখ। এসময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল।