গাংনীতে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপলোড টাইম : ০৯:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে স্বপ্ন সুপার শপ নামের একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার দুপুরে গাংনী উপজেলা শহরে অবস্থিত এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলার সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, স্বপ্ন সুপার শপে কিছু পণ্যের মোড়কে এম এন ট্রেডার্সের ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে পণ্যগুলো বিক্রয় করা হচ্ছিল। যার কোনো ঠিকানা নেই। ভোক্তাদের ঠকানো হচ্ছিল। এ কারণে অভিযান চালিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারা প্রতিষ্ঠানের মালিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।