ইপেপার । আজ শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গায় মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • / ৫৪ বার পড়া হয়েছে


আলমডাঙ্গা পৌর মৎস্য বাজারে পঁচা ও দূষিত হরিণা চিংড়ি বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী লেলিনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালান করে এ জরিমানা আদায় করেন। এসময় লেলিনের মাছের দোকানে বিক্রির জন্য রাখা প্রায় ১০ কেজি দূষিত চিংড়ি বাজেয়াপ্ত করে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার কামরুন্নাহার আঁখি এবং উপজেলা সহকারী কমিশনার আশিষ কুমার বসু। আদালত পরিচালনায় আরও সহযোগিতা করেন সহকারী মৎস্য কর্মকর্তা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু জানান, পঁচা ও দূষিত চিংড়ি বিক্রির অভিযোগে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৩ ধারায় লেলিনকে জরিমানা করা হয়। এসময় অন্যান্য মাছ ব্যবসায়ীদেরও সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৯:৩৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪


আলমডাঙ্গা পৌর মৎস্য বাজারে পঁচা ও দূষিত হরিণা চিংড়ি বিক্রির অভিযোগে মাছ ব্যবসায়ী লেলিনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু ভ্রাম্যমাণ আদালত পরিচালান করে এ জরিমানা আদায় করেন। এসময় লেলিনের মাছের দোকানে বিক্রির জন্য রাখা প্রায় ১০ কেজি দূষিত চিংড়ি বাজেয়াপ্ত করে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার কামরুন্নাহার আঁখি এবং উপজেলা সহকারী কমিশনার আশিষ কুমার বসু। আদালত পরিচালনায় আরও সহযোগিতা করেন সহকারী মৎস্য কর্মকর্তা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার বসু জানান, পঁচা ও দূষিত চিংড়ি বিক্রির অভিযোগে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৩ ধারায় লেলিনকে জরিমানা করা হয়। এসময় অন্যান্য মাছ ব্যবসায়ীদেরও সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয়।