বড়শলুয়া ডিগ্রি কলেজে অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- আপলোড টাইম : ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
দর্শনা থানা এলাকার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা ও বিদোৎসাহী সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন আশকার আলী। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দলীয় নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীদের নিয়ে কলেজে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, প্রভাষক আসাদুল ইসলাম, বিল্লাল হোসেন, রিপন মিয়া, আব্দুর রশিদ, জান মোহাম্মদসহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এসময় আরও উপস্থিতি ছিলেন তিতুদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী খলিলুর রহমান, দর্শনা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, সদস্যসচিব সাজেদুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন প্রমুখ।