শিরোনাম:
গাংনীতে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক
প্রতিবেদক, গাংনী:
- আপলোড টাইম : ১০:৩২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৬৩ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ সবুজ মিয়া (২৫) নামের একজনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সাহারবাটি বাজার থেকে তাকে আটক করা হয়। সবুজ গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, মাদক কারবারিরা সাহারবাটি চারচারা বাজার এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সবুজ মিয়া নামের একজনকে ৫ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইলফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। সবুজ মিয়াকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।