ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে তারা এই মানববন্ধন করেন। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সুগার মিলে কর্মরত ২০০ মৌসুমি শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শ্রমিক নেতা নাজমুল ইসলাম, সাহেব আলী, ইদ্রিস আলী, আমিরুল ইসলাম, আলমগীর হোসেন, মতিয়ার রহমান ও শাহার আলী বক্তব্য দেন। বক্তারা বলেন, যুগ যুগ ধরে মোচিকে কাজ করে গেলেও তাদের চাকরি স্থায়ী করেনি কর্তৃপক্ষ। মৌসুমি ভিত্তিক বেতন দেওয়া হলেও উৎসব পার্বণে বোনাস প্রদান করা হয় না। সারা বছরে মাত্র ৩-৪ মাস বেতন পান তারা। এতে মিলের ৩ শতাধিক শ্রমিক-কর্মচারী মানবেতর জীবনযাপন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

আপলোড টাইম : ১০:২৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে তারা এই মানববন্ধন করেন। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সুগার মিলে কর্মরত ২০০ মৌসুমি শ্রমিক-কর্মচারী অংশগ্রহণ করেন।
ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে শ্রমিক নেতা নাজমুল ইসলাম, সাহেব আলী, ইদ্রিস আলী, আমিরুল ইসলাম, আলমগীর হোসেন, মতিয়ার রহমান ও শাহার আলী বক্তব্য দেন। বক্তারা বলেন, যুগ যুগ ধরে মোচিকে কাজ করে গেলেও তাদের চাকরি স্থায়ী করেনি কর্তৃপক্ষ। মৌসুমি ভিত্তিক বেতন দেওয়া হলেও উৎসব পার্বণে বোনাস প্রদান করা হয় না। সারা বছরে মাত্র ৩-৪ মাস বেতন পান তারা। এতে মিলের ৩ শতাধিক শ্রমিক-কর্মচারী মানবেতর জীবনযাপন করেন।