ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

মহেশপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১০:২৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ৭৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রাম থেকে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ভালাইপুর গ্রামের মাহাতাব বিশ^াসের ছেলে জেণ্টু (৫০), একই গ্রামের কেসমত খাঁর ছেলে আবদার খাঁ (৫২) ও ইবাদত খাঁর ছেলে আলী হোসেন (৫৪)।
গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ সেপ্টেম্বর গরু চোর সন্দেহে মিঠু শেখের ছেলে রাশেদ শেখকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী চুমকি খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ২১ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুরে হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ১০:২৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রাম থেকে হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ভালাইপুর গ্রামের মাহাতাব বিশ^াসের ছেলে জেণ্টু (৫০), একই গ্রামের কেসমত খাঁর ছেলে আবদার খাঁ (৫২) ও ইবাদত খাঁর ছেলে আলী হোসেন (৫৪)।
গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১২ সেপ্টেম্বর গরু চোর সন্দেহে মিঠু শেখের ছেলে রাশেদ শেখকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী চুমকি খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ২১ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।