জীবননগরে পুষ্টি মেলা ও স্কুল ক্যাম্পেইন
- আপলোড টাইম : ১০:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৭১ বার পড়া হয়েছে
জীবননগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী পুষ্টি মেলা ও স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাস্তবায়নে এবং কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান-অঙ্গ) এর আওতায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা এবং বারটানের সহকারী বৈজ্ঞানিক মো. বেলাল হোসেন। ক্যাম্পেইনে উপজেলার ১৮০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। এসময় সেশনে সুষম খাবার, ফলিত পুষ্টি খাদ্যের উপাদান, নিরাপদ খাদ্য, স্বাস্থ্য সচেতনতা, এবং মৎস্য ও প্রাণিসম্পদ থেকে প্রাপ্ত পুষ্টি সম্পর্কে আলোচনা করা হয়।