শিরোনাম:
খাসকররা ডিগ্রি কলেজের সভাপতি হলেন মোমিন মালিতা
সমীকরণ প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৯:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার খাসকররা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক পত্রে মোমিনুর রহমানকে (মোমিন মালিতা) সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। অ্যাডহক কমিটির শিক্ষানুরাগী সদস্য হিসেবে খাসকররা বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাজী মো. আবু সায়েম অন্তর্ভুক্ত হয়েছেন।
ট্যাগ :