দর্শনা কাঁচাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি
ব্যবসায়ীদের দোকান বন্ধ, রাতে সমঝোতা
- আপলোড টাইম : ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ১০৭ বার পড়া হয়েছে
দর্শনায় কাঁচা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রেলবাজারস্থ কাঁচাবাজার নামক স্থানে এই মারামারির ঘটনা ঘটে। এর জেরে সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁচাবাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাখেন। তবে রাতে বিষয়টির সমাধান হয়।
সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হেলাল নামের একজন কাঁচামাল ব্যবসায়ী মাংস বাজারে ভুঁড়ি কিনতে গেলে সেখানে কবীরের সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে সেখান থেকে হেলাল তার ব্যবসাপ্রতিষ্ঠানে চলে আসেন। ফিরে আসার পর তার পার্শ্ববর্তী ব্যবসায়ী উজ্জলের সাথে বিষয়টি জানান। পরে উজ্জল সাথে দুজনকে নিয়ে মাংস বাজারে যেয়ে বিষয়টি জানতে চাইলে আবারো সেখানে বাগবিতণ্ডা হয়। এরপর সংশ্লিষ্ট বাজার কমিটির মেম্বার উপস্থিত হয়ে বিষয়টি সমঝোতা করে দেন।
তবে কাঁচামাল ব্যবসায়ী উজ্জল তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে একটি চায়ের দোকানে চা পান করার সময় হঠাৎ মাংস বাজারের কবীরসহ তার লোকজন উজ্জলের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা উজ্জ্বলকে প্রাথমিক চিকিৎসার জন্য ক্লিনিকে নিয়ে যায়। এ ঘটনায় কাঁচামাল ব্যবসায়ীরা বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে রাতে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটসহ দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও কাঁচামাল ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিষয়টির সমাধান করেন।