ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ৮৮ বার পড়া হয়েছে

মেহেরপুরে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে জেলার রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় মাছের নার্সারি ও ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়। নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিনিয়র মৎস্য অফিসার দ্বীন ইসলাম। তিনি জেলা প্রান্তিক ২০ জন মৎস্য চাষীদের সামনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ‘মাছ চাষকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা প্রয়োজন। একজন মানুষের প্রতিদিন অন্তত ৬০ থেকে ৬৫ গ্রাম মাছ খাওয়া প্রয়োজন। আমাদের মেহেরপুরে সামান্য মৎস্য উৎপাদনের ঘাটতি রয়েছে, যা আমরা সচেতন হলে পূরণ করতে সক্ষম হব।’
তিনি বলেন, ‘মৎস্য অফিসের তথ্যসূত্রে দেশে ২৬০ প্রজাতির মাছ থাকলেও মেহেরপুরে ৫০ থেকে ৬০ প্রজাতির মাছ পরিচিত। তিনি মাছ চাষের লাভজনক বিষয়ে দিক নির্দেশনা দেন। তিনি বলেন, ‘পুকুরের উত্তরে ও দক্ষিণ পাশে গাছপালা থাকলে সেগুলো কেটে দিতে হবে অথবা পানির নিচে আগাছা জন্মালে সেগুলো পরিষ্কার করতে হবে। সূর্যের আলো পুকুরের পানিতে পড়ে অক্সিজেন তৈরিতে সহায়ক। জলাশয় পরিষ্কার রাখতে এবং মাছের ক্ষতিকারক প্রাণী প্রতিরোধে প্রতি এক শতক জলাশয়ে ৩০ থেকে ৩৫ গ্রাম রোটারেড পাউডার ব্যবহার করতে হবে। পানি পরিষ্কার করতে ও ভারসাম্য রাখতে খাদ্য সমতা রক্ষা করা উচিত।’ পরে কর্মশালায় উপস্থিত ২০ জন কৃষকের মাঝে একটি করে খাতা, কলম ও ফাইল উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আপলোড টাইম : ০৯:৫১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

মেহেরপুরে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলনকক্ষে জেলার রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় মাছের নার্সারি ও ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়। নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা সিনিয়র মৎস্য অফিসার দ্বীন ইসলাম। তিনি জেলা প্রান্তিক ২০ জন মৎস্য চাষীদের সামনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, ‘মাছ চাষকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা প্রয়োজন। একজন মানুষের প্রতিদিন অন্তত ৬০ থেকে ৬৫ গ্রাম মাছ খাওয়া প্রয়োজন। আমাদের মেহেরপুরে সামান্য মৎস্য উৎপাদনের ঘাটতি রয়েছে, যা আমরা সচেতন হলে পূরণ করতে সক্ষম হব।’
তিনি বলেন, ‘মৎস্য অফিসের তথ্যসূত্রে দেশে ২৬০ প্রজাতির মাছ থাকলেও মেহেরপুরে ৫০ থেকে ৬০ প্রজাতির মাছ পরিচিত। তিনি মাছ চাষের লাভজনক বিষয়ে দিক নির্দেশনা দেন। তিনি বলেন, ‘পুকুরের উত্তরে ও দক্ষিণ পাশে গাছপালা থাকলে সেগুলো কেটে দিতে হবে অথবা পানির নিচে আগাছা জন্মালে সেগুলো পরিষ্কার করতে হবে। সূর্যের আলো পুকুরের পানিতে পড়ে অক্সিজেন তৈরিতে সহায়ক। জলাশয় পরিষ্কার রাখতে এবং মাছের ক্ষতিকারক প্রাণী প্রতিরোধে প্রতি এক শতক জলাশয়ে ৩০ থেকে ৩৫ গ্রাম রোটারেড পাউডার ব্যবহার করতে হবে। পানি পরিষ্কার করতে ও ভারসাম্য রাখতে খাদ্য সমতা রক্ষা করা উচিত।’ পরে কর্মশালায় উপস্থিত ২০ জন কৃষকের মাঝে একটি করে খাতা, কলম ও ফাইল উপহার প্রদান করা হয়।