মেহেরপুরে গাঁজা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
- আপলোড টাইম : ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
- / ৮০ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজা এবং ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহরের ফুলবাগান পাড়া ও মুজিবনগর উপজেলার দারিয়াপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মেহেরপুর পৌর শহরের ক্যাশবপাড়া মহসিনের ছেলে নাজমুস সাদাত শুভ ও মুজিবনগরের দারিয়াপুরে খোকনের ছেলে শাওন আলী। মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম ও বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবির হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকায় এক ব্যক্তির গাঁজাসহ অবস্থানের সংবাদে অভিযান চালানো হয়। এসময় নাজমুস সাদাত শুভকে ২৫০ গ্রামসহ আটক করা হয়। একই দিন মুজিবনগরের দারিয়াপুরে অভিযান চালিযে ১০ বোতল ফেনসিডিলসহ শাওনকে আটক করা হয়। গতকালই আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর ও মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দায়ের করা হয়েছে।