ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

দশম গ্রেড বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
  • / ৮৭ বার পড়া হয়েছে

অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা। তাদের দুদিনের পূর্ণদিবস কর্মবিরতি চলে গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত।
এসময় তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন।
এ বৈষম্য নিরসনে ইতিপূর্বে আদালত ও বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি) নির্দেশনা দিলেও বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। এ নিয়ে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বৈষম্য নিরসন না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যরা আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতে-কলমে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীন প্রযুক্তি সার্ভেয়িং টেকনোলজির ব্যাপারে সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক। একই কারিকুলামে পড়াশোনা করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির শিক্ষা গ্রহণকারীরা কেন বৈষম্যের শিকার হবে-এমন প্রশ্ন তোলেন তারা।
সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ার করেন, অনতিবিলম্বে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) উত্তীর্ণদের চাকরিক্ষেত্রে সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ লাগাতার কঠোর কর্মসূচি দেবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার শাফায়েতুল ইসলাম, দর্শনা কেরুজ জেনারেল অফিসের সিনিয়র সার্ভেয়ার মহাম্মদ আলী জিন্নাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইখতিয়ার উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার দেলোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাজেদুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ সার্ভেয়ার মিশকাতুল আলম, চুয়াডাঙ্গায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার রায়হান আলী ও ইয়াসিন আলী, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সার্ভেয়ার শামসুল আলম, জীবননগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সজিব, আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সুজন মোল্লাসহ আরও অনেকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

দশম গ্রেড বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির ঘোষণা

আপলোড টাইম : ০৯:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা। তাদের দুদিনের পূর্ণদিবস কর্মবিরতি চলে গত সোমবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত।
এসময় তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তারা বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। একই সমমানের প্রকৌশলীরা দশম গ্রেডে কর্মরত থাকলেও সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ১৪, ১৫ ও ১৬তম গ্রেডে চাকরি করছেন।
এ বৈষম্য নিরসনে ইতিপূর্বে আদালত ও বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি) নির্দেশনা দিলেও বিগত সরকার তা বাস্তবায়ন করেনি। এ নিয়ে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বৈষম্য নিরসন না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্যরা আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবধর্মী ও হাতে-কলমে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীন প্রযুক্তি সার্ভেয়িং টেকনোলজির ব্যাপারে সরকারের উদাসীনতা অত্যন্ত দুঃখজনক। একই কারিকুলামে পড়াশোনা করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজির শিক্ষা গ্রহণকারীরা কেন বৈষম্যের শিকার হবে-এমন প্রশ্ন তোলেন তারা।
সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ার করেন, অনতিবিলম্বে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) উত্তীর্ণদের চাকরিক্ষেত্রে সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ লাগাতার কঠোর কর্মসূচি দেবে।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখার সার্ভেয়ার শাফায়েতুল ইসলাম, দর্শনা কেরুজ জেনারেল অফিসের সিনিয়র সার্ভেয়ার মহাম্মদ আলী জিন্নাহ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ইখতিয়ার উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার দেলোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাজেদুল ইসলাম, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ সার্ভেয়ার মিশকাতুল আলম, চুয়াডাঙ্গায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার রায়হান আলী ও ইয়াসিন আলী, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সার্ভেয়ার শামসুল আলম, জীবননগর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. সজিব, আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সুজন মোল্লাসহ আরও অনেকে।