ইপেপার । আজ শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

মেহেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক, বারাদী:
  • আপলোড টাইম : ০৫:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৬৭ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের ভারতীয় সীমান্তবর্তী মাঠের ১৬ নম্বর এস পিলারের নিকট থেকে এক মালয়েশিয়া ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত যুবক মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষরা মিরাজকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
নিহতের মা সোনাভানু বলেন, মিরাজ ৬ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। এসময় মিরাজের স্ত্রী সাবিনার সঙ্গে আদম ব্যবসায়ী জিয়ার গোপন সম্পর্ক তৈরি হয়। মিরাজ দেশে ফেরার আগেই সাবিনা কাউকে কিছু না জানিয়ে জিয়ার সঙ্গে অন্যত্র চলে যান। এরপর থেকে জিয়ার সঙ্গে আমাদের বিরোধ চলছিল। আমার ধারণা, আমার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া বলেন, বুড়িপোতা সীমান্ত পিলারের কাছে একটি কাঁঠাল গাছে গ্রামবাসী যুবকের মরদেহ ঝুলতে দেখে খবর দেয়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি হত্যা। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপলোড টাইম : ০৫:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের ভারতীয় সীমান্তবর্তী মাঠের ১৬ নম্বর এস পিলারের নিকট থেকে এক মালয়েশিয়া ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত যুবক মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষরা মিরাজকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে।
নিহতের মা সোনাভানু বলেন, মিরাজ ৬ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। এসময় মিরাজের স্ত্রী সাবিনার সঙ্গে আদম ব্যবসায়ী জিয়ার গোপন সম্পর্ক তৈরি হয়। মিরাজ দেশে ফেরার আগেই সাবিনা কাউকে কিছু না জানিয়ে জিয়ার সঙ্গে অন্যত্র চলে যান। এরপর থেকে জিয়ার সঙ্গে আমাদের বিরোধ চলছিল। আমার ধারণা, আমার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কনি মিয়া বলেন, বুড়িপোতা সীমান্ত পিলারের কাছে একটি কাঁঠাল গাছে গ্রামবাসী যুবকের মরদেহ ঝুলতে দেখে খবর দেয়। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি হত্যা। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।