ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৫:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৮২ বার পড়া হয়েছে

দর্শনায় মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দর্শনায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিম, মাছ, মুরগি আড়ত, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

সজল আহম্মেদ আরও বলেন, পূর্বে সতর্ক করা সত্ত্বেও দর্শনা বাজারে মেসার্স মীর প্রোটিন হাউজ নামক ডিম ও মুরগির আড়তে ডিম ও মুরগির মূল্য-তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মীর শামীমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স কালাম ডিম হাউজের মালিক মো. আব্দুল কালামকে একই আইনের ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সজল আহম্মেদ বলেন, অভিযানকালে বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তাদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দর্শনা রেলবাজারে ঢুকার সাথে সাথে বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় ডিমের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৫:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

দর্শনায় মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন।

সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত দর্শনায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ডিম, মাছ, মুরগি আড়ত, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

সজল আহম্মেদ আরও বলেন, পূর্বে সতর্ক করা সত্ত্বেও দর্শনা বাজারে মেসার্স মীর প্রোটিন হাউজ নামক ডিম ও মুরগির আড়তে ডিম ও মুরগির মূল্য-তালিকা যথাযথভাবে প্রদর্শন ও ভাউচার সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মীর শামীমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স কালাম ডিম হাউজের মালিক মো. আব্দুল কালামকে একই আইনের ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সজল আহম্মেদ বলেন, অভিযানকালে বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। তাদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্য-তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এদিকে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দর্শনা রেলবাজারে ঢুকার সাথে সাথে বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়েন।