মেহেরপুরে চলছে প্রতিমা সজ্জার শেষ প্রস্তুতি
- আপলোড টাইম : ০৫:২৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে এ শারদীয় উৎসব, যা উদ্যাপিত হবে আগামী রোববার ১৩ অক্টোবর পর্যন্ত। এ উৎসবকে ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শেষ সময়ের প্রস্তুতিতে মাটির কাজ শেষ করে এখন চলছে প্রতিমার সাজসজ্জা। রঙের আঁচড়ে দেবী দূর্গাকে সাজানো হচ্ছে নানা রঙ তুলির আঁচড়ে। পূজার দিন ঘনিয়ে আসায় দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা।
গতকাল সোমবার সরেজমিনে মেহেরপুর শহরের শ্রী শ্রী হরিসভা পূজা মন্দিরে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। সেখানে প্রতিটি প্রতিমাকে নিপুণ হাতে রঙতুলির আঁচড়ে রাঙিয়ে তুলছেন শিল্পীরা। চলছে সাজসজ্জার কাজও। দেবী দুর্গার পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ¥ী, এবং সরস্বতী দেবীর প্রতিমাকেও সাজানো হচ্ছে। যেন শিল্পীদের দম ফেলার সময় নেই। কুষ্টিয়ার খোকসা থেকে আসা তিনজন শিল্পী গত কয়েকদিন ধরে হরিসভা মন্দিরে ব্যস্ত সময় পার করছেন।
মেহেরপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস জানান, মেহেরপুরে এবার ৩৮টি পূজামণ্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১৪টি, গাংনী উপজেলায় ১৭টি এবং মুজিবনগর উপজেলায় ৭টি মণ্ডপে পূজা উদ্যাপিত হবে।
এদিকে, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পূজা উদ্যাপনকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।