ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

গাংনীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৫:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৭১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ড ইউনিয়নের আব্দুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গাংনী উপজেলার বাওট গ্রামের মহিবুল হকের ছেলে সাহাবুর রহমান মিণ্টু (৪০) ও শাহ আলম ওল্টু (২৮)।র‌্যাবের গাংনী ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, গাংনী উপজেলার বাওট গ্রামের নাহারুল ইসলামের সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে গত ৬ আগস্ট রাত ৯টার দিকে আসামিরা ধারালো হাসুয়া দিয়ে নাহারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে এবং তার দুই ছেলেকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৫:২১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

মেহেরপুরের গাংনীতে র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ড ইউনিয়নের আব্দুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- গাংনী উপজেলার বাওট গ্রামের মহিবুল হকের ছেলে সাহাবুর রহমান মিণ্টু (৪০) ও শাহ আলম ওল্টু (২৮)।র‌্যাবের গাংনী ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, গাংনী উপজেলার বাওট গ্রামের নাহারুল ইসলামের সঙ্গে গ্রেপ্তারকৃত আসামিদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। সেই সূত্র ধরে গত ৬ আগস্ট রাত ৯টার দিকে আসামিরা ধারালো হাসুয়া দিয়ে নাহারুল ইসলামকে কুপিয়ে হত্যা করে এবং তার দুই ছেলেকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের পরিবার একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।