মেহেরপুরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
- আপলোড টাইম : ০৪:৫১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৫৮ বার পড়া হয়েছে
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা জামাায়াতে ইসলামীর কার্যালয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এদিন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার উপস্থিত থেকে ৪০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মনিরুজ্জামানসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পৌর জামায়াতের সেক্রেটারি মনিরুজ্জামান বলেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মধ্যদিয়ে আমাদের সকলকে চলতে হবে। দুর্গাপূজা হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব আর এই উৎসবে আমরা তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। আর এটাই আমাদের দায়িত্ব। নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে যেন তারা এই উৎসব উদ্যাপন করতে পারে সেদিকে সবাই সচেতন দৃষ্টি রাখবে।