চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা বাজার কমিটি গঠন
- আপলোড টাইম : ০৪:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় বাজারের আকতার চেয়ারম্যানের স্কেলের সামনে এ কমিটি গঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ও তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেন।
এসময় উপস্থিত সদস্য ও ব্যবসায়ীদের সর্বসম্মতিতে খাড়াগোদা বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলালকে সভাপতি এবং আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সহসভাপতি হিসেবে শিহাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন, এবং হিসাবরক্ষক হিসেবে ইজাজুল হক নির্বাচিত হন।
উপদেষ্টা কমিটিতে ব্যবসায়ী সুবল সেন, জাহিদুল ইসলাম, ডা. হাফিজুর রহমান এবং আব্দুল মতিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।