আলমডাঙ্গায় হাজী শফিকউদ্দিন বাবুর ইন্তেকাল
- আপলোড টাইম : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ৭৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ শফিকউদ্দিন বাবু (৬৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় হাটবোয়ালিয়া-নগর বোয়ালিয়া কবরস্থানে জানাজার পর মোটরসাইকেলে ফেরার সময় জ্ঞান হারিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত শফিকউদ্দিন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি, মসজিদ কমিটির ক্যাশিয়ার ও বাজার কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। গতকাল বিকেল পাঁচটায় হাটবোয়ালিয়া বাজারে তাঁর লাশের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং রাত সাড়ে ৮টায় দ্বিতীয় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমীন, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামানসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।