ইপেপার । আজ শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

দর্শনায় বিএনপির না ভাঙিয়ে পুলিশের উপস্থিতিতে

কেরুর টেন্ডার বাক্স ভাঙচুরের অভিযোগ

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • / ৭৭ বার পড়া হয়েছে

দর্শনায় বিএনপির না ভাঙিয়ে থানা-পুলিশের উপস্থিতিতে কেরু অ্যান্ড কোম্পানির টেন্ডার বাক্স ভাঙচুর করার অভিযোগ। গতকাল সোমবার ৩য় তলা থেকে টেন্ডার বাক্স নিচে নামিয়ে এনে জেনারেল অফিসের সামনের রাস্তার ওপর ভাঙচুর করা হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে জেনারেল অফিসের নিচে থাকা কেরুর ব্যবস্থাপনা পরিচালকের গাড়িটি দ্রুত সরিয়ে ফেলা হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
প্রত্যাক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার কেরু অ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ মাড়াই মৌসুম চালুর লক্ষ্যে ৯টি খামার ও ডোঙ্গার কেনকেরিয়ার টেন্ডার ড্রপের দিন ছিল। সকাল থেকেই সহিংসতা এড়াতে কেরুজ কর্তৃপক্ষ দর্শনা থানা-পুলিশের একটি দল কেরু জেনারেল অফিসের নিচে মোতায়েন ছিল। তারপরও টেন্ডার বাক্স খোলার পর ২৫-৩০ জন বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে জেনারেল অফিসের ৩য় তলায় উঠে টেন্ডার বাক্স নিচে নামিয়ে এনে ভাঙচুর করেন। খবর পেয়ে দর্শনা থানা-পুলিশের এসআই সেকেন্দার, এএসআই আবু হানিফ, এএসআই মারুফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভাঙা টেন্ডার বাক্স উদ্ধার করেন। এরমধ্যে হামলাকারীরা মোটরসাইকেল ও ভ্যানযোগে পালিয়ে যান।
এ ঘটনায় কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী বলেন, ‘আজ কেরু অ্যান্ড কোম্পানির ৯টি খামারের আখ কর্তন ও কেনকেরিয়ারের সিডিউল ড্রপের শেষ দিন ছিল। আমরা টেন্ডার ড্রপের সিডিউল টেন্ডার বাক্স থেকে বের করে গণনা করছিলাম। এসময় হঠাৎ করে কিছু বখাটে ছেলে খালি টেন্ডার বাক্স অফিস থেকে নামিয়ে নিয়ে ভাঙচুর করে।’
এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘আমি শ্রমিকদের ট্রেনিং দিচ্ছি সেখানে ছিলাম। তবে আমি এডিএম ইউসুফে আলীর সাথে কথা বলে জানতে পারছি খালি টেন্ডার বাক্স ভাঙচুর করেছে। এ ন্যাক্কারজনক ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘টেন্ডার বাক্স থেকে কাগজপত্র বের করে অফিস রুমে সটিং হচ্ছিল। খালি বাক্সটি বাইরে ছিল। কে বা কারা বাক্সটি নিচে নামিয়ে এনে ভাঙচুর করে। থানা-পুলিশ ওই সময় কাগজ সটিং কাজে অফিস কক্ষের ভেতরে নিরাপত্তায় ছিল। বিষয়টি আমি শুনেছি। কেরুজ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামূল হক শাহ মুকুল বলেন, ‘এরা বিএনপির কি না আমার জানা নেই। আওয়ামী লীগের বা তৃতীয় পক্ষের উচ্ছৃখল কেউ জড়িত বা দলের ভাবমূর্তি নষ্ট করতে কেউ জড়িত থাকতে পারে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বুলেট বলেন, ‘আমি নিজে অসুস্থ। দর্শনের বাইরে ছিলাম। এ ধরনের ঘটনা আশাজনক নয়। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা কোনো দলের হতে পারে না। দলের কেউ যদি জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনায় বিএনপির না ভাঙিয়ে পুলিশের উপস্থিতিতে

কেরুর টেন্ডার বাক্স ভাঙচুরের অভিযোগ

আপলোড টাইম : ০৪:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

দর্শনায় বিএনপির না ভাঙিয়ে থানা-পুলিশের উপস্থিতিতে কেরু অ্যান্ড কোম্পানির টেন্ডার বাক্স ভাঙচুর করার অভিযোগ। গতকাল সোমবার ৩য় তলা থেকে টেন্ডার বাক্স নিচে নামিয়ে এনে জেনারেল অফিসের সামনের রাস্তার ওপর ভাঙচুর করা হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে জেনারেল অফিসের নিচে থাকা কেরুর ব্যবস্থাপনা পরিচালকের গাড়িটি দ্রুত সরিয়ে ফেলা হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।
প্রত্যাক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার কেরু অ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ মাড়াই মৌসুম চালুর লক্ষ্যে ৯টি খামার ও ডোঙ্গার কেনকেরিয়ার টেন্ডার ড্রপের দিন ছিল। সকাল থেকেই সহিংসতা এড়াতে কেরুজ কর্তৃপক্ষ দর্শনা থানা-পুলিশের একটি দল কেরু জেনারেল অফিসের নিচে মোতায়েন ছিল। তারপরও টেন্ডার বাক্স খোলার পর ২৫-৩০ জন বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে জেনারেল অফিসের ৩য় তলায় উঠে টেন্ডার বাক্স নিচে নামিয়ে এনে ভাঙচুর করেন। খবর পেয়ে দর্শনা থানা-পুলিশের এসআই সেকেন্দার, এএসআই আবু হানিফ, এএসআই মারুফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভাঙা টেন্ডার বাক্স উদ্ধার করেন। এরমধ্যে হামলাকারীরা মোটরসাইকেল ও ভ্যানযোগে পালিয়ে যান।
এ ঘটনায় কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) ইউসুফ আলী বলেন, ‘আজ কেরু অ্যান্ড কোম্পানির ৯টি খামারের আখ কর্তন ও কেনকেরিয়ারের সিডিউল ড্রপের শেষ দিন ছিল। আমরা টেন্ডার ড্রপের সিডিউল টেন্ডার বাক্স থেকে বের করে গণনা করছিলাম। এসময় হঠাৎ করে কিছু বখাটে ছেলে খালি টেন্ডার বাক্স অফিস থেকে নামিয়ে নিয়ে ভাঙচুর করে।’
এ বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির নবাগত ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, ‘আমি শ্রমিকদের ট্রেনিং দিচ্ছি সেখানে ছিলাম। তবে আমি এডিএম ইউসুফে আলীর সাথে কথা বলে জানতে পারছি খালি টেন্ডার বাক্স ভাঙচুর করেছে। এ ন্যাক্কারজনক ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘টেন্ডার বাক্স থেকে কাগজপত্র বের করে অফিস রুমে সটিং হচ্ছিল। খালি বাক্সটি বাইরে ছিল। কে বা কারা বাক্সটি নিচে নামিয়ে এনে ভাঙচুর করে। থানা-পুলিশ ওই সময় কাগজ সটিং কাজে অফিস কক্ষের ভেতরে নিরাপত্তায় ছিল। বিষয়টি আমি শুনেছি। কেরুজ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস এনামূল হক শাহ মুকুল বলেন, ‘এরা বিএনপির কি না আমার জানা নেই। আওয়ামী লীগের বা তৃতীয় পক্ষের উচ্ছৃখল কেউ জড়িত বা দলের ভাবমূর্তি নষ্ট করতে কেউ জড়িত থাকতে পারে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি।’
এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বুলেট বলেন, ‘আমি নিজে অসুস্থ। দর্শনের বাইরে ছিলাম। এ ধরনের ঘটনা আশাজনক নয়। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা কোনো দলের হতে পারে না। দলের কেউ যদি জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’