মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০১:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৭৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে মহেশপুর ক্যাফে মদিনা সম্মেলনকক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ফতেপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি মেম্বার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজিরবেড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আব্দুল আলী ৬ ভোট পেয়েছেন। অপর দিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচনে ২৫ জন ভোটারের মধ্যে ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। মহেশপুর ইটভাটা মালিক সমিতির নির্বাচনে উপস্থিত ছিলেন জেলা ইটভাটা মালিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ সদর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মুছা, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন প্রমুখ।