মেহেরপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- আপলোড টাইম : ১২:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আলমপুরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাজন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সাইদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, সদস্যসচিব জারজিস ইউসুফ রমিক, ইউনিয়ন ছাত্রদলের সদস্য অন্তর, আখতারুল ইসলাম, সাকিব, মুন্না,হাসান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রদল নেতা রাসেল।