ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ডাকাতি হলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

গাংনীতে পূজা উদ্যাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময়

গাংনী অফিস:
  • আপলোড টাইম : ১২:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ৭১ বার পড়া হয়েছে


গাংনী থানা পুলিশকে উদ্দেশ্যে করে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেছেন, ‘গাংনীত যদি আর একটি ডাকাতি হয়, তাহলে থানার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নামে মামলা করতে বাধ্য হব এবং আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।’ গেল ৩ অক্টোবর রাতে গাংনীর আকুবপুরে গণডাকাতির ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগে এ হুশিয়ারী করেন তিনি। গতকাল রোববার সকালে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে গাংনী উজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় আসাদুজ্জামান বাবলু পূজা উদ্যাপনে হিন্দু ধর্মের মানুষের সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।
পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের পৈত্রিক সম্পত্তি। তাদের মারলেও আওয়ামী লীগে ভোট দেবে। কিন্তু আপনাদের মুখে শুনলাম বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু একটি পূজা মণ্ডপেরও উন্নয়ন হয়নি। দৃশ্যমান একটিও শ্বশানঘাট নেই। সেক্ষেত্রে আপনাদেরকে বলব- যদি আওয়ামী লীগ করেন তাহলে মন খুলে আওয়ামী লীগ করেন। আর যদি বিএনপি করেন তাহলে মন খুলে বিএনপি করেন। বিএনপি আপনাদের সাথে ছিল এবং থাকবে। আপনারা কোন সময় নিজেদেরকে ছোট ভাববেন না, দুর্বল ভাববেন না। আমরা সবাই বাংলাদেশের মানুষ। ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠান বিএনপি আন্দোলন করছে। সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এ আশা রাখি।
আওয়ামী লীগের লোকজন পূজামণ্ডপ ভাঙ্গা এবং হিন্দুদের মারধরের চেষ্টা করবে অভিযোগ করে তিনি বলেন, মণ্ডপগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবকরা থাকবেন। কোনো প্রকার আক্রমণ হলে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব।
আইনশৃঙ্খলার বিষয়ে আসাদুজ্জামান বাবলু বলেন, সেদিন রাতে এক দুই ঘণ্টা ধরে ডাকাতি হয়েছে। ডাকাতের কবলে পড়া মানুষগুলো পুলিশকে ফোন করেও সাড়া পায়নি। গাংনীর মানুষের জান মাল রক্ষার দায়িত্ব এখন আমাদের। তাই আমাদের বদনাম করে পুলিশ যদি মনে করে শেখ হাসিনাকে বড় করবে তাহলে আমরা তাদের বিরুদ্ধেও আইনঅনুযায়ী ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না।
অনুষ্ঠানে পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতিদ সুলেরী আলভীর সঞ্চালনায় ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সেলিম ও গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার পাত্র। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামানসহ বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ডাকাতি হলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

গাংনীতে পূজা উদ্যাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময়

আপলোড টাইম : ১২:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪


গাংনী থানা পুলিশকে উদ্দেশ্যে করে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেছেন, ‘গাংনীত যদি আর একটি ডাকাতি হয়, তাহলে থানার দায়িত্বে থাকা কর্মকর্তাদের নামে মামলা করতে বাধ্য হব এবং আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।’ গেল ৩ অক্টোবর রাতে গাংনীর আকুবপুরে গণডাকাতির ঘটনায় পুলিশের নির্লিপ্ততার অভিযোগে এ হুশিয়ারী করেন তিনি। গতকাল রোববার সকালে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে গাংনী উজেলার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় আসাদুজ্জামান বাবলু পূজা উদ্যাপনে হিন্দু ধর্মের মানুষের সব ধরনের সহযোগিতার আশ^াস দেন।
পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দুরা তাদের পৈত্রিক সম্পত্তি। তাদের মারলেও আওয়ামী লীগে ভোট দেবে। কিন্তু আপনাদের মুখে শুনলাম বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু একটি পূজা মণ্ডপেরও উন্নয়ন হয়নি। দৃশ্যমান একটিও শ্বশানঘাট নেই। সেক্ষেত্রে আপনাদেরকে বলব- যদি আওয়ামী লীগ করেন তাহলে মন খুলে আওয়ামী লীগ করেন। আর যদি বিএনপি করেন তাহলে মন খুলে বিএনপি করেন। বিএনপি আপনাদের সাথে ছিল এবং থাকবে। আপনারা কোন সময় নিজেদেরকে ছোট ভাববেন না, দুর্বল ভাববেন না। আমরা সবাই বাংলাদেশের মানুষ। ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠান বিএনপি আন্দোলন করছে। সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এ আশা রাখি।
আওয়ামী লীগের লোকজন পূজামণ্ডপ ভাঙ্গা এবং হিন্দুদের মারধরের চেষ্টা করবে অভিযোগ করে তিনি বলেন, মণ্ডপগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবকরা থাকবেন। কোনো প্রকার আক্রমণ হলে আমরা দাঁতভাঙ্গা জবাব দেব।
আইনশৃঙ্খলার বিষয়ে আসাদুজ্জামান বাবলু বলেন, সেদিন রাতে এক দুই ঘণ্টা ধরে ডাকাতি হয়েছে। ডাকাতের কবলে পড়া মানুষগুলো পুলিশকে ফোন করেও সাড়া পায়নি। গাংনীর মানুষের জান মাল রক্ষার দায়িত্ব এখন আমাদের। তাই আমাদের বদনাম করে পুলিশ যদি মনে করে শেখ হাসিনাকে বড় করবে তাহলে আমরা তাদের বিরুদ্ধেও আইনঅনুযায়ী ব্যবস্থা নিতে বিন্দুমাত্র দ্বিধা করব না।
অনুষ্ঠানে পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতিদ সুলেরী আলভীর সঞ্চালনায় ও কাজিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সেলিম ও গাংনী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার পাত্র। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ডাকু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামানসহ বিএনপি, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ।