আতিয়ার সভাপতি ও মানিক সম্পাদক
জীবননগর সাংবাদিক সমিতির কমিটি গঠন- আপলোড টাইম : ১২:৪২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৭৮ বার পড়া হয়েছে
জীবননগর সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জীবননগর সাংবাদিক সমিতির কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আতিয়ার রহমান সভাপতি ও ফয়সাল মাহাতাব মানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগের কমিটি ভেঙে দেওয়া হয়। আর সভার শুরুতে জীবননগর সাংবাদিক সমিতির প্রয়াত সাধারণ সম্পাদক আবু সায়েমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জীবননগর সাংবাদিক সমিতির নতুন কমিটিতে চাষী রমজান সহসভাপতি, মুতাছিন বিল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক, অসিম সাঈদ দপ্তর সম্পাদক, বশির আহমেদ অর্থ সম্পাদক, আমিনুর রহমান নয়ন সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, ফেরদৌস ওয়াহিদ প্রচার, প্রকাশনা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন শেখ শহিদ, নূর আলম, জাহিদুল ইসলাম মামুন, আহম্মেদ সগীর ও ডি এম মতিয়ার রহমান।
কমিটি গঠন উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা ও সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শাসসুল আলম। সভায় উপস্থিত ছিলেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সাবেক প্রচার সম্পাদক অর্পণ রকি, মিঠুন মাহমুদ, তারিকুর রহমান, এ আর ডাবলু, রফিকুল ইসলাম, সম্রাট, মাসুম, মনিরুজ্জামান রিপন প্রমুখ।