ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহের সকল থানার ওসি বদলি

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১২:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ১২৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। তবে নতুন করে কারা ওসি হিসেবে আসছেন, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের ৬টি থানার অফিসার ইনচার্জদের একযোগে বদলি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই থানাগুলোতে নতুন করে কারা ওসি পদে আসছেন সেটি জানা যায়নি।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, খুব শিগগিরই সকল থানায় অফিসার ইনচার্জরা যোগদান করবেন। জানা যায়, সদর থানার ওসি মো. শাহীন উদ্দিনকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া শৈলকুপা থানার শফিকুল ইসলাম চৌধুরীকে সিআইডিতে, হরিণাকুণ্ডু থানার জিয়াউর রহমানকে রেলওয়ে রেঞ্জে, কালীগঞ্জ থানার আবু আজিফকে এন্টি টেরোরিজম ইউনিট, কোটচাঁদপুর থানার সৈয়দ আল মামুনকে হাইওয়ে পুলিশে ও মহেশপুর থানার মাহবুবুর রহমানকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে পুলিশ সংস্কার ও গণবদলি চলছে। ঝিনাইদহ জেলা পুলিশের ৬টি থানার অফিসার ইনচার্জকে একযোগে বদলি পুলিশ সংস্কারের একটি অংশ বলে জানা গেছে। এদিকে এ পর্যন্ত ঝিনাইদহ সদর থানা ও আদালতে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে একাধিক মামলা করা হলেও আসামি গ্রেপ্তারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সদর থানা-পুলিশ এ পর্যন্ত কোনো আসামিই ধরতে পারেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহের সকল থানার ওসি বদলি

আপলোড টাইম : ১২:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

ঝিনাইদহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) একযোগে বদলি করা হয়েছে। তবে নতুন করে কারা ওসি হিসেবে আসছেন, তা জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের ৬টি থানার অফিসার ইনচার্জদের একযোগে বদলি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই থানাগুলোতে নতুন করে কারা ওসি পদে আসছেন সেটি জানা যায়নি।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, খুব শিগগিরই সকল থানায় অফিসার ইনচার্জরা যোগদান করবেন। জানা যায়, সদর থানার ওসি মো. শাহীন উদ্দিনকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া শৈলকুপা থানার শফিকুল ইসলাম চৌধুরীকে সিআইডিতে, হরিণাকুণ্ডু থানার জিয়াউর রহমানকে রেলওয়ে রেঞ্জে, কালীগঞ্জ থানার আবু আজিফকে এন্টি টেরোরিজম ইউনিট, কোটচাঁদপুর থানার সৈয়দ আল মামুনকে হাইওয়ে পুলিশে ও মহেশপুর থানার মাহবুবুর রহমানকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে পুলিশ সংস্কার ও গণবদলি চলছে। ঝিনাইদহ জেলা পুলিশের ৬টি থানার অফিসার ইনচার্জকে একযোগে বদলি পুলিশ সংস্কারের একটি অংশ বলে জানা গেছে। এদিকে এ পর্যন্ত ঝিনাইদহ সদর থানা ও আদালতে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে একাধিক মামলা করা হলেও আসামি গ্রেপ্তারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। সদর থানা-পুলিশ এ পর্যন্ত কোনো আসামিই ধরতে পারেনি।