ঘোড়শাল হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অভিযোগ
রেজিস্ট্রেশন ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়
- আপলোড টাইম : ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৮৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের ঘোড়শাল হামিদিয়া দাখিল মাদ্রাসার সুপার ওয়াজেদ আলী জর্দ্দারের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। মাদ্রাসার শিক্ষকরা সুপারের নির্দেশ ছাড়া এ বিষয়ে মন্তব্য না করলেও তবে অফিস সহকারী নুর ইসলাম বলেন, ‘৬ষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩ শ টাকা এবং ৮ম শ্রেণিতে ৫৬০ টাকা নেওয়া হচ্ছে।’
খবর পেয়ে মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইনবোর্ডে মাদ্রাসার নাম নেই, মাদ্রাসার নাম না থাকলেও রাস্তার পাশে একটি সাইনবোর্ডে লেখা ‘সিদ্দিকীয়া হামিদিয়া দরবার শরীফ।’ জানা গেছে, এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাদ্রাসার সুপার ওয়াজেদ আলীর পিতা শুফি হেলাল উদ্দিন জর্দ্দার।
অভিযোগ রয়েছে, মাদ্রাসার অন্য শিক্ষকরা সুপারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান। সুপার ওয়াজেদ আলী মাদ্রাসার বাইরে ব্যক্তিগত কাজেও গেলে তার ছুটি নেওয়ার প্রয়োজন হয় না, এমনকি হাজিরা খাতায় স্বাক্ষরও করেন না তিনি। এদিকে, ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন ফি’র নামে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনার তথ্য সংগ্রহে মাদ্রাসায় গেলে সুপারকে পাওয়া যায়নি। সহকারী সুপার মিজানুর রহমান জানান, বেতন সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেকেছেন, সুপার ঝিনাইদহে গেছেন।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, সরকারি বিধি অনুযায়ী, ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ফি ৫৪ টাকা এবং ৮ম শ্রেণির ৭৪ টাকা। কিন্তু সুপার ওয়াজেদ আলী জর্দ্দার ৬ষ্ঠ শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে ৩ শ টাকা এবং ৮ম শ্রেণির ৩১ জন শিক্ষার্থীর কাছ থেকে ৫৬০ টাকা আদায় করেছেন।
এ বিষয়ে মাদ্রাসা সুপারের কাছে জানতে চাইলে তিনি অতিরিক্ত টাকা গ্রহণের কথা স্বীকার করে বলেন, ‘মাদ্রাসার অন্যান্য খরচ মেটাতে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে এবং এর জন্য রসিদ দেওয়া হয়নি।’
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী বলেন, নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত টাকা নেওয়া হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।