আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
উত্তরা ট্রেডার্সে দেড় লাখ টাকা জরিমানা
- আপলোড টাইম : ১০:৫০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন আড়ৎ, সার ডিলার, চাল, ভূষি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। গতকাল রোববার বেলা দুইটার দিকে আলমডাঙ্গা বাজার ও আনন্দধাম সড়কে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ।
এসময় মেসার্স উত্তরা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত মূল্য আদায়, বিভিন্ন কোম্পানির গো-খাদ্য ভূষি প্যাকেট খুলে ভেজাল করা, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত ভূষি রোদে শুকিয়ে পুনরায় প্যাকেট করাসহ মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজার শ্রী সুশীল কুমার বিশ্বাস জরিমানার টাকা পরিশোধ করেন।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আলমডাঙ্গার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ১টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ‘আমরা সবজি বাজার, মুদি দোকান, আলু-পেঁয়াজের আড়তসহ আরও কিছু প্রতিষ্ঠানও তদারকি করেছি। সব ব্যবসায়ীদের সতর্ক করে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।