ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দু’জন পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • / ৭১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দু’জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী ইসলামপুর গ্রামের মইদল ইসলামের ছেলে তরিকুল ও কেদারগঞ্জ পাড়ার আজিজুল হকের ছেলে রানা হুসাইন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম দিগড়ী ইসলামপুরে অভিযান পরিচালনা করেন। অভিযান নিজ বাড়ি থেকে তরিকুলকে আটক করে থানা হেফাজতে নেন। পুলিশ আরও জানায়, তরিকুল একটি পরিজারী মামলায় তিন মাসের সাঁজা প্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
অপর দিকে, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) শামিম রেজা কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে রানা হুসাইন নামে আরও একজনকে গ্রেপ্তার করেন। রানা হুসাইন একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দু’জন পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দু’জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল রোববার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ী ইসলামপুর গ্রামের মইদল ইসলামের ছেলে তরিকুল ও কেদারগঞ্জ পাড়ার আজিজুল হকের ছেলে রানা হুসাইন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম দিগড়ী ইসলামপুরে অভিযান পরিচালনা করেন। অভিযান নিজ বাড়ি থেকে তরিকুলকে আটক করে থানা হেফাজতে নেন। পুলিশ আরও জানায়, তরিকুল একটি পরিজারী মামলায় তিন মাসের সাঁজা প্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
অপর দিকে, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) শামিম রেজা কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে রানা হুসাইন নামে আরও একজনকে গ্রেপ্তার করেন। রানা হুসাইন একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।