শিরোনাম:
চুয়াডাঙ্গায় ছাত্রদের ওপর হামলা, সেনাবাহিনীর অভিযান
স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
- আপলোড টাইম : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মশিউর রহমান রানাকে (৪৩) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল রোববার বিকেলে সদর উপজেলার ভিমরুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সদর থানার পুলিশ। গ্রেপ্তার মশিউর রহমান রানা পৌর এলাকার ভিমরুল্লাহ ফকিরপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সেনাবাহিনীর একটি দল রানাকে গ্রেপ্তারের পর সদর থানায় সোপর্দ করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আজ সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।
ট্যাগ :