দুর্গাপূজা উপলক্ষে জীবননগরে বিএনপির আলোচনা
- আপলোড টাইম : ১০:০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৬০ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলায় দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় জীবননগর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সম্পাদকসহ নেতা-কর্মীদের সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাজাহান আলী, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক বদরউদ্দিন বাদল, পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কমিশনার হযরত আলীসহ জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।
সভায় উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বলেন, ‘আগামী দুর্গোৎসবে জীবননগর উপজেলার সকল ধর্মের মানুষের সহযোগিতায় হিন্দু সম্প্রদায়ের লোকজন উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার সমাপ্তি ঘটাবে বলে আমি আশাবাদী।’ তিনি বলেন, ‘দুর্গাপূজায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জীবননগর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা সবকটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করবেন।’