চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন
- আপলোড টাইম : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৮২ বার পড়া হয়েছে
‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার।
‘জন্ম মৃত্যু নিবন্ধন, আনব দেশে সুশাসন’ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেক নাগরিকের জন্য জন্ম ও মৃত্যু সনদ প্রাপ্তি একটি মৌলিক অধিকার। ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যুর সনদ গ্রহণ বাধ্যতামূলক এবং এই প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করতে হবে। গ্রামের পুলিশকে এ বিষয়ে সচেতন থাকতে হবে, যাতে ইউনিয়ন পর্যায়ে কোন বিলম্ব না হয়। সনদের ভুল দ্রুত সংশোধন করে প্রদান নিশ্চিত করতে হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম। সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আশিস মোমতাজ, চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী সাকিব হাসান তুষার, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী কারার তাফসীন, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত আরেফিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সজিবুল ইসলাম, গ্রাম পুলিশ বিপুল দফাদার, বেগমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসন কর্মকর্তা ফয়জুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি প্রমুখ। সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।
এদিকে, আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে মেহেরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল সকালের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার সঞ্চালনায় ‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুণ্ডু। এর আগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে বাদ্যের তালে তালে র্যালিটি প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকাশ কুমার কুণ্ডু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, টিটিসি’র অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম, ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, আজিম উদ্দিনসহ মেহেরপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অন্য দিকে, মুজিবনগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুপ্রিয়া গুপ্ত, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহাজান আলী, উপজেলার চার ইউনিয়নের সচিব, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ ও স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ।
এছাড়াও, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে গাংনী উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আছমা খাতুন, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ, ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ, বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব প্রমুখ।