আলমডাঙ্গায় আ.লীগের সাবেক প্রচার সম্পাদকসহ গ্রেপ্তার ৩
- আপলোড টাইম : ০৯:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৭৩ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী শিক্ষার্থীরে ওপর হামলার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল রোববার রাত ৯টার েিক আলমডাঙ্গার বিভিন্ন স্থানে গোপন সংবারে ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত ছাত্তার মুন্সির ছেলে ওয়াদু মুন্সি (৫০), আলমডাঙ্গা পৌর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন (৫০) ও ডাউকি ইউনিয়নের বামোজু গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রোকনুজ্জামান নাহি (৪৬)।জানা গেছে, গত ৪ আগস্ট আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরে উপর হামলা চালিয়ে তাদের হাত ও পা ভেঙে দেওয়ায় থানায় মামলা হয়। উপজেলার পার দুর্গাপুরের ওবায়দুল্লাহ বাদী হয়ে গত ১৬ আগস্ট থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারকে ১ নম্বর আসামি করা হয়। এদিকে, মামলাটির প্রধান আসামিসহ প্রভাবশালী আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।