চুয়াডাঙ্গায় ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা বিষয়ক কর্মশালা
- আপলোড টাইম : ০৯:০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
- / ৫৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ভ্যালু চেইন প্রমোশনাল বডি গঠন ও পরিচালনা নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, বিএডিসির যুগ্ম পরিচালক এএফএম শফিকুল ইসলাম ও কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক জিএম মহিউদ্দিন।
কর্মশালায় বক্তারা বলেন, ‘ভ্যালু চেইন প্রমোশনাল বডিগঠন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভ্যালু চেইনের লক্ষ্য হচ্ছে, কৃষক থেকে শুরু করে উৎপাদক, পরিবেশক এবং ভোক্তা পর্যন্ত সকলের মাঝে যোগসূত্র স্থাপন করা, যাতে সবাই লাভবান হতে পারে। বক্তারা ভ্যালু চেইন উন্নয়নে বিভিন্ন দপ্তরের সমন্বয় প্রয়োজনীয়তা তুলে ধরেন। এবং দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার ও বাজার ব্যবস্থাপনা সঠিকভাবে কার্যকর করতে সকলের সহযোগিতার আহ্বান জানান।’ কর্মশালায় জেলার ব্যবসায়ী, কৃষক ও উদ্যাক্তোরা উপস্থিত ছিলেন।