শিরোনাম:
দর্শনায় উসাসের কর্মী সমাবেশ ও কমিটি গঠন
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ০৩:৩১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৭৫ বার পড়া হয়েছে
দর্শনায় উদয় সাংস্কৃতিক সংগঠন (উসাস) ও মা-ফাতেমা কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগে বিজয় দিবস উদ্যাপন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন আল হেরা ইসলামী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উসাসের পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা কেরুজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. সামসুজ্জোহা। বিশেষ অতিথি ছিলেন দর্শনার সন্তান ক্রীড়াবিদ গিয়াস উদ্দীন পিনা ও পল্লী বিদ্যুৎ সমিতি দর্শনার ইনচার্জ (ওসি) শামীম হোসেন। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সংগীত ও নাট্য প্রশিক্ষণ কর্মশালা। সভায় ২০২৪-২০২৫ সেশনের জন্য এস এম হাবীবকে সভাপতি ও ডা. আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের পরিচালনা পরিষদ গঠন করা হয়।
ট্যাগ :