ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম

বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:২৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • / ৩৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সড়কে চলাচল নিরাপদ করতে বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আয়োজনে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

হেলমেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক জামান আখতার, শামীম আহমেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক শেখ লিটন প্রমুখ।

সচেতনতামূলক এই কার্যক্রমে নিসচা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘দুর্ঘটনায় ৮০ শতাংশ হেলমেটবিহীন চালকই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই সাথে আরোহী হতাহতও হয়ে থাকেন। তাই চালক ও যাত্রী উভয়কেই হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করা হচ্ছে।’

নিসচা সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর বলেন, ‘আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে চুয়াডাঙ্গা নিসচা মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। এরই অংশ হিসেবে লিফলেট বিতরণ, ভারী যানবাহনের চালকদের মাঝে বিনামূল্যে মোবাইল স্ট্যান্ড এবং বাইক চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নিরাপদ সড়কের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম

বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ

আপলোড টাইম : ০৩:২৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গায় সড়কে চলাচল নিরাপদ করতে বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আয়োজনে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বাইক চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

হেলমেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা চুয়াডাঙ্গা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর, সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক জামান আখতার, শামীম আহমেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, প্রচার সম্পাদক শেখ লিটন প্রমুখ।

সচেতনতামূলক এই কার্যক্রমে নিসচা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘দুর্ঘটনায় ৮০ শতাংশ হেলমেটবিহীন চালকই শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই সাথে আরোহী হতাহতও হয়ে থাকেন। তাই চালক ও যাত্রী উভয়কেই হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করা হচ্ছে।’

নিসচা সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর বলেন, ‘আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে চুয়াডাঙ্গা নিসচা মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। এরই অংশ হিসেবে লিফলেট বিতরণ, ভারী যানবাহনের চালকদের মাঝে বিনামূল্যে মোবাইল স্ট্যান্ড এবং বাইক চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।’