চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা কিরণের পিতার ইন্তেকাল
দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক
- আপলোড টাইম : ০৩:২৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৮১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হীরক ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরনের পিতা মোহাম্মদ জিন্নাহ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশান পাড়ার বাসিন্দা মোহাম্মদ জিন্নাহ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। গতকাল শনিবার যোহর নামাজের পর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা জামে মসজিদে জানাজা শেষে একই কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাজার হাড়ে দুর্বলতা ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন মোহাম্মদ জিন্নাহ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয় সদর হাসপাতাল কর্তৃপক্ষ। সেদিনই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সকালে তার মরদেহ নিজ বাড়িতে নেয়া হয়।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরনের পিতার মৃত্যুতে জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার পক্ষে একটি শোক বিবৃতি দেয়া হয়েছে। শোক বার্তায় মোমিন মালিতা জানান, মোহাম্মদ জিন্নাহ আলী একজন সজ্জন ধর্মপ্রাণ সর্বোপরি দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের এক বিশাল গুনের অধিকারী ছিলেন তিনি। বিগত স্বৈরশাসনের আমলে পরিবারসহ নির্যাতনের শিকার হয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল গভীরভাবে শোকাহত ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।