চুয়াডাঙ্গা ও মেহেরপুরে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন
শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ
- আপলোড টাইম : ০৩:২১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
‘শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে। শিক্ষকদের স্মরণ করা এবং তাঁদের সম্মান জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। এবার দিবসটি উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও শহীদ মিনার চত্বর হয়ে আবারো জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে শোভাযাত্রায় আগত সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই জাতিকে শিক্ষিত ও সচেতন করে গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন আদর্শবান, জ্ঞানী ও ধৈর্যশীল শিক্ষক হওয়া। নিজেদের মেধা ও মননের সংমিশ্রণে শিক্ষার্থী বান্ধব হয়ে উঠতে হবে। তাহলেই নতুন প্রজন্মের শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষাই শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে।’
জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম সাইফুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন আক্তার ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী আবু সাঈফ।
এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ এম এ রাশেদ, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরী, আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন ও রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সাবিনা কুল। এছাড়াও বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের পক্ষ থেকে কথা বলেন চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চবিদ্যালয় শিক্ষার্থী খলিফা রওনক হাফিজ ফাহিম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা জাহান সাবা ও ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হাসিনা হুসাইন অহনা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী।
সভায় শিক্ষকদের পক্ষ থেকে বারবার উঠে আসে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্যদের দৌরাত্ম থেকে প্রতিষ্ঠানকে মুক্ত রাখতে হবে। তাহলে শিক্ষকরা নির্বিঘ্নভাবে শিক্ষার্ধীদের মধ্যে প্রকৃত জ্ঞান দান করতে পারবে। একই সাথে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার লক্ষ্যে বেসরকারি (এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের জোর দাবি তোলেন শিক্ষকরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিক্ষা অফিসের ট্রেনিং সমন্বয়কারী এস এম হাবিবুর রহমান।
সভায় বক্তারা বলেন, আমাদের সকলের উচিত ছাত্র-শিক্ষক সম্পর্ককে আরও গভীর করা এবং একটি ইতিবাচক শিক্ষামূলক পরিবেশ গড়ে তোলা। এই পারস্পরিক সম্মান শিক্ষার গুণগত মান উন্নয়নে সহায়ক হবে। এই বিশ্ব শিক্ষক দিবসে আসুন আমরা সবাই মিলে একটি সম্মানজনক ও সহায়ক শিক্ষামূলক পরিবেশ গড়ে তুলি, যেখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েই মর্যাদার সাথে বাঁচতে ও শিখতে পারে।
এদিকে, সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কলেজের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক রেজাউল, ফারুক, হাসেম রাজ, কলেজের কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকদের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। শিক্ষকদের সামাজিক মর্যাদা, মানসম্মত বেতন ও সুরক্ষা আইন বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনমানের উন্নয়ন আমাদের কাম্য। এসময় তিনি শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা বর্নণা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সুলতান আহমেদ, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন এবং আলমডাঙ্গা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এছাড়াও সরকারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সরকারি কলেজের সহকারী অধ্যাপক মহিতুর রহমান, মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল এবং এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মডেল মসজিদের সামনে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল। অনুষ্ঠানে বক্তব্য দেন সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম। এছাড়াও আলমডাঙ্গা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি যথাযথ মর্যাদায় পালন করেছে।
অপর দিকে, ‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদা ও দর্শনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম থেকে শিক্ষকদের একটি র্যালি বের হয়ে উপজেলা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দামুড়হুদা পাইলট সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আব্দুল মমিন, বখতিয়ার হোসেন ও নাসির উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম।
অন্যদিকে, দর্শনা পৌরসভার ঐতিহ্যবাহী দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হুমায়ুন কবির এবং শিক্ষক হাসমত আলী, মাহমুদা খাতুন, শামসুল নাহার তুলি, শামসুল নাহার হীরা, আরিফুল ইসলাম, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মেহবুব, সুমিতা খাতুন, নাসরিন আক্তারী প্রমুখ বক্তব্য দেন।
এছাড়াও, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মাদ্রাসা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে মাদ্রাসার শ্রেণিকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী সুপারিন্টেনডেন্ট মো. আঃ রহিম, সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক, মাওলানা শফিকুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুর রহমান, মাওলানা শাহাজাহান আলীসহ মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অপর দিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জীবননগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জীবননগর উপজেলা শাখার আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পৌর শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইদুর রহমান। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জীবননগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহমদুল হক তুহিনসহ জীবননগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এদিকে, মেহেরপুরে আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নূর, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এবং পুলিশ পরিদর্শক আব্দুল আলিম।
জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলায়মান আলী, সহকারী শিক্ষক আবু হানিফসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এরআগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্ব র্যালিটি জেলা প্রশাসন চত্বর থেকে শুরু হয়ে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
র্যালিতে মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, শিক্ষক খসরু ইসলাম, সহকারী অধ্যাপক বশির উদ্দিন, আতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ জেলার ৫ জন শিক্ষকের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা আফরোজ, আমঝুপি ফাজিল মাদ্রাসার এবতেদায়ী মৌলভী আহসানুজ্জামান, একই মাদ্রাসার আইসিটি সহকারী শিক্ষক দিলরুবা পারভীন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলায়মান হোসেন, এবং বামুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান।
এছাড়াও, মুজিবনগরে শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল সকালে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, আনন্দবাস এম এম একাডেমির প্রধান শিক্ষক মাহাবুবুল হাসান, এবং জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অন্যদিকে, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাংনীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। এছাড়াও বক্তব্য দেন, বাঁশবাড়ীয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, করমদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এমদাদ হোসেন, গাংনী সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, হিজল-বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।