শিরোনাম:
জীবননগরে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
জীবননগর অফিস:
- আপলোড টাইম : ০৩:১৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
জীবননগরে র্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে ঝিনাইদহ র্যাব-৬ উপজেলার ধোপাখালী গ্রামে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল গতকাল ধোপাখলী গ্রামের মমিনুর রহমানের পরিত্যাক্ত টিন শেডের দোকানে অভিযান চালায়। এসময় ১টি সাদা প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা তল্লাশী করলে তার ভেতর থেকে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়। ১৮০ এমএল-এর প্লাস্টিকের বোতলের গায়ে হুইস্কি, ব্ল্যাক হান্টসহ বিভিন্ন ব্র্যান্ডের লোগো দেয়া ছিল। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা। এ ঘটনায় গতকালই জীবননগর থানায় সাধারণ ডায়েরি করেছে র্যাব। যার জিডি নম্বর ২১৩।