আলমডাঙ্গায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিচার চেয়ে সংবাদ সম্মেলন
- আপলোড টাইম : ০৩:১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ৬১ বার পড়া হয়েছে
জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নির্মাণ শ্রমিক তসবিরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এদিকে, মৃত্যুর বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঘর ও জমির মালিক মনোয়ারুল ইসলাম টুটুল। গতকাল শনিবার রাত নয়টার দিকে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে টুটুল বলেন, গত ১১ আগস্ট প্রতিপক্ষরা তসবিরের ওপর সশস্ত্র হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। সেদিন বেলা ১১টার দিকে আমার দখলে থাকা আলমডাঙ্গার টার্মিনালপাড়ার জমির ওপর নির্মিত দোকান ঘর সংস্কারের কাজ করছিলেন তসবির। এসময় গোবিন্দপুর বাসস্ট্যান্ড পাড়ার মৃত আবু বকরের দুই ছেলে উসমান ও মহিউদ্দিন, একই গ্রামের রেজাউলের ছেলে তিতান ও মৃত মফিজ উদ্দিনের ছেলে মুকুল আমার ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। এসময় আমাকে বাঁচাতে নির্মাণ শ্রমিক তসবিরসহ তানভীর ও আমিন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে মাটিতে ফেলে দেয় প্রতিপক্ষরা।
রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গার ফাতেমা টাওয়ারে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তসবির সহ আহত ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। টুটুল বলেন, আমিসহ অন্যরা সুস্থ হয়ে উঠলেও নির্মাণ শ্রমিক তসবির শুক্রবার রাতে মৃত্যুবরণ করেন। তিনি জানান, এ ঘটনায় মুকুল, উসমান, রেজাউল ও তিতানের নামে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ হামলার ঘটনায় একজন মারা গেলেও এখন পর্যন্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। সংবাদ সম্মেলনে তিনি এ ঘটনায় প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেন।