দর্শনা থানায় পূজামণ্ডপের নিরাপত্তায় বৈঠক
- আপলোড টাইম : ১০:২৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৩৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দর্শনা থানার ১৬টি পূজামণ্ডপের পূজা উদ্যাপন কমিটির সভাপতি, মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। বৈঠকে পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য শারদীয় দুর্গোৎসবের সময়ে পূজা মণ্ডপগুলোতে রাত্রীকালীন পাহারার ব্যবস্থা নিশ্চিত করা হবে। ঝুঁকিপূর্ণ রাস্তায় নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনে মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসময় ওসি বিপ্লব কুমার সাহা ছোট-খাটো অপ্রীতিকর ঘটনাও যেন না ঘটে, সে জন্য পূজা শেষ না হওয়া পর্যন্ত মণ্ডপ এলাকায় পুলিশি নজরদারি জোরদার করার আশ্বাস প্রদান করেনন।
বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা কেরুজ সার্বজনিন জয় দুর্গা মন্দিরের সভাপতি নমিতা মালাকার, সাধারণ সম্পাদক রাধা রাণী দাস, দর্শনা পুরাতন বাজার শ্রী শ্রী দুর্গা মাতা মন্দিরের সভাপতি প্রান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক নকুল অধিকারী, দর্শনা হরিজন সম্প্রদায়ের মন্দিরের সভাপতি রতন বাঁশফোড়, সাধারণ সম্পাদক রানু বাঁশফোড়সহ ১৬টি মন্দিরের পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি আব্দুল কাদের জানান, দর্শনা পৌর এলাকার পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে তার দলও নজর রাখছে, যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারে।