শিরোনাম:
জীবননগরের হাসাদাহ প্রেসক্লাবের কমিটি গঠন
সভাপতি মতিয়ার ও সম্পাদক রিপন
প্রতিবেদক, হাসাদাহ:
- আপলোড টাইম : ১০:১৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার হাসাদাহ প্রেসক্লাবের কমিটি গঠন ও শপথ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে ডিএম মতিয়ার রহমান সভাপতি এবং মনিরুজ্জামান রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাসাদাহ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার এসআই (ডিএসবি) বজলুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য কুতুব উদ্দীন মিয়া, মোহাম্মদ আলী মাস্টার ও মিজানুর রহমান। শপথবাক্য পাঠ করান হাসাদাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক লুৎফার রহমান। এদিন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ১১ সদস্য শপথ নিয়েছেন।